ভারতকে মাদকমুক্ত করতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারের সামগ্রিক প্রয়াসে এই লক্ষ্য পূরণের দিকে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, মাদকের নেশা সম্পূর্ণ নির্মূল করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের ব্যবহার সমাজের পাশাপাশি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক।
উল্লেখ্য, সারা বিশ্বে আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপিত হচ্ছে।