মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 2, 2025 1:02 PM

printer

ভদোদরায় WTT টেবিল টেনিসে যুব প্রতিযোগিতায় ভারত ২৪টি শিরোপার মধ্যে ২২টি জিতে নিয়েছে।

ভদোদরায় WTT টেবিল টেনিসে যুব প্রতিযোগিতায় ভারত ২৪টি শিরোপার মধ্যে ২২টি জিতে নিয়েছে। অনূর্ধ্ব ১৯ পুরুষদের বিভাগে, অঙ্কুর ভট্টাচার্য অসাধারণ দক্ষতা প্রদর্শন করে অভিনন্দ প্রধিবধিকে ৩-০ ব্যবধানে পরাজিত করে। অঙ্কুর একটিও সেট না হেরে জিতেছেন।
মেয়েদের বিভাগে, ভারতের দিব্যাংশি ভৌমিক এই ইভেন্টে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক পদক জিতে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। দিব্যাংশি অনূর্ধ্ব ১৫ এবং অনূর্ধ্ব ১৭ মেয়েদের একক ইভেন্টে দুটি সোনা জেতার পাশাপাশি অনূর্ধ্ব ১৫ মিক্সড ডাবলস এ একটি রৌপ্য পদক জিতেছেন।
এটি ভারতে অনুষ্ঠিত প্রথম WTT যুব প্রতিযোগিতা হিসেবে একটি ঐতিহাসিক মাইলফলক।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন