ব্রিটেনে কিয়ার স্টার্মার-এর নেতৃত্বে লেবার পার্টি বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসতে চলেছে। ৬৫০ আসনের হাউস অফ কমনসের নির্বাচনে এপর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী লেবার পার্টি জিতছে ৩০০-টি আসনে, প্রধানমন্ত্রী ঋষি সুনকের রক্ষণশীল দল পেয়েছে মাত্র ৫০-টি আসন। লিবারেল ডেমোক্র্যাটরা জিতেছেন, ৩৩-টি আসনে। সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২৬-টি আসন।
তিনটি প্রধান টেলিভিশন নেটওয়ার্কের এক্সিট পোল অনুযায়ী লেবার পার্টি পেতে পারে ৪১০-টি আসন।
এরফলে ব্রিটেনের রাজনীতিতে ১৪ বছর ধরে চলা অস্হিরতায় যবনিকা পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।