ব্রিটেনে আজ সাধারণ নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় সময় দুপুর সাড়ে ১২’টায় ভোট গ্রহণ শুরু হবে। চলবে ভারতীয় সময় রাত সাড়ে ৩’টে পর্যন্ত। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলে, শুরু হবে গণনার কাজ।
গত মে’-তে প্রধানমন্ত্রী ঋষি সুনক, সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ঋষি সুনকের কনসার্ভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টির স্যার কিয়ার-এর মধ্যে। ভোটারদের আকৃষ্ট করতে দুই পক্ষই জোরদার প্রচার চালিয়েছে। ২০০৫ থেকে কনসার্ভেটিভ পার্টি ব্রিটেনে ক্ষমতায় রয়েছে। এবারের নির্বাচনে প্রধান বিরোধী দল লেবার পার্টি এগিয়ে রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ব্রিটেনের অংশ চারটি দেশ ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েল্ সের ভোটাররা সাড়ে ৬০০টি আসনের জন্য মতাধিকার প্রয়োগ করছেন।