মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 5, 2024 9:55 PM

printer

ব্রিটেনের সাধারণ নির্বাচনে স্যার কিয়ার স্টার্মারের নেতৃত্বে লেবার পার্টি বিপুল ভোটে জয়লাভ করেছে

ব্রিটেনের সাধারণ নির্বাচনে স্যার কিয়ার স্টার্মারের নেতৃত্বে লেবার পার্টি বিপুল ভোটে জয়লাভ করেছে। আজ বিকেলে রাজা চার্লসের সঙ্গে দেখা করার পর স্টারমার ডাউনিং স্ট্রীটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। স্টার্মার বলেন, এই মুহূর্ত থেকেই পরিবর্তনের কাজ শুরু হয়ে গেছে।  নির্বাচনে দলের জয় খুব একটা সহজ ছিল না বলে জানিয়ে তিনি বলেন, দেশে পরিকাঠামো উন্নয়নের সুযোগকে নতুন করে গড়ে তোলা হবে। প্রশাসনিক পরিষেবার ক্ষেত্রে সামগ্রিক সংস্কারের পক্ষে মত প্রকাশ করেন তিনি। (বাইট- স্টার্মার)

এর আগে, বিজয়ী দল লেবার পার্টির নেতা কিয়ার স্টার্মার, রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাত্ করে প্রধানমন্ত্রী পদের দাবি পেশ করেছেন।

এদিকে, নির্বাচনে বিরাট ব্যবধানে পরাজয়ের পর ঋষি সুনক আজ প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন। বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাত্-এর পর তিনি ইস্তফা পত্র তুলে দেন। এর আগে ডাউনিং স্ট্রীটে নিজের বাসভবনের বাইরে সাংবাদিকদের কাছে তিনি কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তবে পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব সামলাবেন বলে সুনক জানিয়েছেন। দলের হারের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তিনি। (বাইট- সুনক)

উল্লেখ্য, ১৪ বছরের কনজারভেটিভ পার্টির শাসনের অবসান ঘটিয়ে লেবার পার্টি সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

৬৫০ আসনের হাউস অফ কমনসের নির্বাচনে এপর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী লেবার পার্টি জিতছে ৪১২-টি আসনে, প্রধানমন্ত্রী ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি  জিতেছে ১২১-টিতে। লিবারেল ডেমোক্র্যাটরা জিতেছেন ৭১-টিতে। স্কটল্যান্ড ন্যাশনালিস্ট পার্টি ৮-টি আসনে জয়লাভ করেছে।

ব্রিটেনের সাধারণ নির্বাচনে জয়লাভের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিয়ার স্টার্মারকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেন, ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারীত্ব আরও জোরদার করতে তিনি আশাবাদী। দু দেশের মধ্যে সম্পর্ককে মজবুত করার জন্য শ্রী মোদী, ঋষি সুনককে কৃতজ্ঞতা জানান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন