মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 21, 2024 10:37 AM

printer

প্রধানমন্ত্রী ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ রাশিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল ও বুধবার ষোড়শ ব্রাজিলরাশিয়াভারতচীন এবং দক্ষিণ আফ্রিকা ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আ্জ রাশিয়ার উদ্দেশে রওনা হবেন।তিনি সম্মেলনের ফাঁকে গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির নেতা এবং অন্যান্য আমন্ত্রিতদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দক্ষিণ আফ্রিকায় ২০২৩ সালের শীর্ষ সম্মেলনে মিশরইরানইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহীকে এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।  নতুন দেশগুলির এই গোষ্ঠীতে যোগদানের  পর এটিই প্রথম শীর্ষ সম্মেলন। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সেদেশ সফর করবেন। রাশিয়ার সভাপতিত্বে কাজানে ষোড়শ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। কাজানের শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক উন্নয়ন এবং নিরাপত্তার জন্য বহুপাক্ষিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করার বিষোয় নিয়ে আলোচনা হবে , বর্তমান সময়কালে প্রধান প্রধান আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য সম্মেলন নেতৃবৃন্দের কাছে  একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে বলে আশা করা যায় BRICS+ সম্মেলনের মূল ভাবনা  “BRICS এন্ড গ্লোবাল সাউথ: বিল্ডিং দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড টুগেদার” ।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন