ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা ভারতে চার দিনের সফরে গতকাল সন্ধ্যায় নতুনদিল্লি পৌঁছেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভিয়েরার সফর ভারত ও ব্রাজিলের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং শ্রী ভিয়েরা আগামীকাল নবম ভারত-ব্রাজিল যৌথ কমিশন বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন। ব্রাজিল এই বছর G20 গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করছে। ভারত এর আগে এই দায়িত্ব পালন করেছে। এই সময়কালে গৃহীত সিদ্ধান্তগুলি বাস্তবায়ন নিয়েও বৈঠকে আলোচনা হবে। অভিন্ন এক মূল্যবোধের উপর ভিত্তি করে ভারত ও ব্রাজিলের মধ্যে একটি বহুমুখী সম্পর্ক গড়ে উঠেছে। ভিয়েরার এই সফর ২০০৬ সালে গড়ে তোলা কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলবে এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক সম্পর্ককে সহযোগিতার নতুন উচ্চতায় নিয়ে যাবে।