ব্যাডমিন্টনে ভারতের মহিলা জুটি টেরেসা জলি এবং গায়েত্রী গোপীচাঁদ মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুপার থাউস্যান্ড টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্স – টিনে পৌঁছেছেন। তাঁরা থাইল্যান্ডের অর্নিচা জোং সাত পর্ণপার্ন এবং সুকিত্তা সুয়াচাই জুটিকে ২১-১০, ২১-১০-এ পরাজিত করেছেন।