প্যারিস অলিম্পিক্সে আজ ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ভারতের লক্ষ্য সেন শীর্ষ বাছাই এবং প্রাক্তন চ্যাম্পিয়ান ডেনমার্কের ভিক্টোর অ্যাক্সেলসেন –এর মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয়। এই ম্যাচে জয় পেলে লক্ষ্য-র পদক জয় নিশ্চিত হবে।
টোকিও অলিম্পিকে পদক জয়ী বক্সার লাভলিনা বর্গহাঁই মহিলাদের ৭৫ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে চীনের লি কিয়ান মুখোমুখি হবে। খেলা শুরু দুপুর ৩-টে বেজে ২ মিনিট।
পুরুষদের হকির কোয়ার্টার ফাইনালে ভারত আজ দুপুর দেড়টায় গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে জিতলে ভারত পরপর দুটি অলিম্পিকে শেষ চার-এ ওঠার যোগ্যতা অর্জন করবে।
শ্যুটিং-এ এ পর্যন্ত তিনটি পদক জয়ী ভারতের হয়ে আজ কমনওয়েল্থ গেমসে সোনা জয়ী অনিস ভানোওয়ালা এবং বিজয়বীর সিধু ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে যোগ্যতা অর্জনের লক্ষে নামবেন।
মহিলাদের ৩ হাজার মিটার স্টেপেলচেজের প্রথম রাউন্ডে পারুল চৌধুরী এবং পুরুষদের লং জাম্পে জেসুইন অ্যালড্রিন ফাইনালে ওঠার লক্ষে ট্র্যাকে নামবেন।
এদিকে, গতকাল ভারতীয় মুষ্টি যোদ্ধা নিশান্ত দেব ৭১ কেজি বিভাগে মেক্সিকোর মার্কো আলমসো ভারদে এলভারেজ-এর কাছে ৪-১-এ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন।