ব্যাঙ্কক এ গত শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়া নির্মীয়মাণ বহুতলে বেআইনী ভাবে চার চীনা নাগরিক প্রবেশ করায়, থাইল্যান্ড প্রশাসন, তাদের আটক করেছে। তারা ধ্বংসস্তুপ থেকে ৩২ টি গুরুত্বপূর্ণ নথিসহ ফাইল সরানোর চেষ্টা করছিলো বলে অভিযোগ। বহুতলটি চিনের একটি সংস্থা নির্মাণ করছিল এবং ভেঙে পড়ার বিষয়টি তদন্তাধীন।
উল্লেখ্য, ভূমিকম্প শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ৩০ তল বাড়িটি ভেঙে পড়ে। ব্যাঙ্ককের মেয়র ঘটনাস্থলটিকে বিপর্যয় এলাকা ঘোষণা করে সাধারণের প্রবেশ নিষেধ করে।
থাইল্যান্ডে মৃতের সংখ্যা এপর্যন্ত বেড়ে হয়েছে ১৮। ৩২ জন আহত। ৮২ জন এখনো নিখোঁজ।