ব্যক্তিগতভাবে ইস্তফা না দিলে তা পদত্যাগ হিসাবে গৃহীত হয় না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। আরজি করের পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় চিকিৎসকদের গণইস্তফা কর্মসূচি প্রসঙ্গে নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গণইস্তফা দেওয়ার বিষয়টি ব্যক্তিগত।এতে রাজ্যের কিছুই করার নেই।
আরজি কর, সাগর দত্ত মেডিক্যাল কলেজ-সহ একাধিক হাসপাতালে চিকিৎসকদের গণইস্তফার চিঠি হাতে নিয়ে তিনি পরিষ্কার জানিয়ে দেন, আইন মেনে ইস্তফা পত্রে সই করেননি চিকিৎসকরা। একটা ঘটনায় চারিদিকে প্রতিবাদ হচ্ছে, চিকিৎসকরাও গণইস্তফার পথে হেঁটেছেন। কিন্তু তা পদ্ধতি মেনে করা হয়নি।