বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী তিন থেকে চার বছরের মধ্যে নিজস্ব গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) তৈরি করবে ভারত। সরকার ৪০ শতাংশ ভর্তুকি দেওয়ায় ভারতের এআই মডেল কম্পিউটেশন জিপিইউর দাম বিশ্বের মধ্যে সর্বনিম্ন। মন্ত্রী আজ এআই কোকশা, এআই কম্পিউট পোর্টাল এবং অন্যান্য এআই-ভিত্তিক উদ্যোগ চালু করেছেন। ইন্ডিয়াএআই মিশনের অধীনে নতুন দিল্লিতে এই উদ্যোগগুলির সূচনা করাহয়। এআই কোকশা একটি ইন্ডিয়াএআই ডেটাসেট প্ল্যাটফর্ম যা ডেটাসেট, সরঞ্জাম এবংএআই মডেলগুলিতে বিরামবিহীন অ্যাক্সেসের জন্যএকটি ইউনিফাইড পোর্টাল সরবরাহ করে। আর এআই কম্পিউট পোর্টালটি শিক্ষার্থী, স্টার্টআপস, গবেষক এবংসরকারী বিভাগগুলিতে কম্পিউট, জিপিইউ এবং অন্যান্য ক্লাউড পরিষেবাগুলিতে অ্যাক্সেসসরবরাহ করবে। মন্ত্রী সরকারী কর্মকর্তাদের জন্য এআই কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক এবংআইজিওটি-এআই চালু করেছেন। এটি আইজিওটি কর্মযোগী প্ল্যাটফর্মে সরকারী কর্মকর্তাদের শেখারঅভিজ্ঞতা বাড়ানোর জন্য একটি উন্নত এআই-চালিত সুপারিশ সিস্টেম।
Site Admin | March 6, 2025 10:16 PM
বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী তিন থেকে চার বছরের মধ্যে নিজস্ব গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) তৈরি করবে ভারত।
