মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 15, 2024 5:11 PM

printer

বেসরকারি মোবাইল পরিষেবা সংস্থাগুলি এক ধাক্কায় মাশুলের হার অনেকটাই বাড়িয়ে দেওয়ায় বহু মানুষ রাষ্ট্রায়ত্ত বিএসএনএলের দিকে ঝুঁকছেন।

বেসরকারি মোবাইল পরিষেবা সংস্থাগুলি এক ধাক্কায় মাশুলের হার অনেকটাই বাড়িয়ে দেওয়ায় বহু মানুষ রাষ্ট্রায়ত্ত বিএসএনএলের দিকে ঝুঁকছেন। ফোর জি পরিষেবা চালু এবং মাশুল হার অপরিবর্তিত থাকার কারণে অনেকটাই বেড়েছে নতুন কানেকশন বিক্রি। অন্য পরিষেবা সংস্থা থেকে পোর্ট করিয়ে গ্রাহকরা বিএসএনএল সংযোগ গ্রহণ করেছেন। সংস্থার কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার, দেবাশিস সরকার আকাশবাণীকে জানিয়েছেন পয়লা জুলাই থেকে গোটা রাজ্যে ৫২ হাজারের বেশি গ্রাহক নতুন বিএসএনএল কানেকশন নিয়েছেন। অন্য সংস্থা থেকে পোর্ট করে বি এস এন এল এ আসা গ্রাহকের সংখ্যা ১৪ হাজার ৫০৬। এই সময় শুধু কলকাতা সার্কেলেই ১৬ হাজার ৫০০ জন  বিএসএনএল মোবাইল সংযোগ নিয়েছেন। যার মধ্যে ৫ হাজার ৮০০ জন এসেছেন অন্যান্য সংস্থার সংযোগ ছেড়ে। এত মানুষকে পরিষেবা দেওয়ার পরিকাঠামো বিএসএনএলের আছে কিনা সে প্রশ্নের জবাবে দেবাশিস বাবু জানান, সাম্প্রতিক কালে পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। তা দ্রুত শেষ হবে। আগামী বছর ৩১ শে মার্চের মধ্যে গোটা রাজ্যে দ্রুতগতির ফোর জি পরিষেবা চালু হয়ে যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন