বেশ কিছু সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তিনদিনের সফরে তিন জেলায় যাচ্ছেন। আজ তিনি কলকাতা থেকে রওনা হয়ে প্রথমে মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারিতে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে উপভোক্তাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা তুলে দেওয়া ছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।
আজ সন্ধ্যায় তার মালদহে পৌঁছানোর কথা। আগামীকাল তিনি মালদায় প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়া ছাড়াও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিল্যান্যাস করবেন। ঐদিন তিনি সম্প্রতি খুন হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারের বাড়িতেও যেতে পারেন। বুধবার তার আলিপুরদুয়ারের মাদারিহাটে একই ধরনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। তার জেলা সফরকে কেন্দ্র করে সব জায়গাতেই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন।