বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ট-দ্য-ওয়েভার-কে অভিনন্দন জানিয়েছেন।
সমাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী, ভারত ও বেলজিয়ামের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে এবং আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা বাড়াতে একযোগে কাজ করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।
আগেই জানানো হয়েছে, বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বার্ট-দ্য-ওয়েভারকে গতকাল রাজা ফিলিপের উপস্হিতিতে শপথবাক্য পাঠ করানো হয়। ওয়েভার-এর পাঁচ দলীয় জোট সরকারে আছেন- সাত জন ফ্লেমিশ ও আরও সাত জন ফ্রাঙ্কও ফন অর্থাৎ ফরাসি ভাষা-ভাষী মন্ত্রী। তবে ১৫ সদস্যের মন্ত্রিসভায় মাত্র তিন জন মহিলা থাকায়, লিঙ্গ সাম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
নতুন সরকার, বাজেট সংস্কার, আরও কঠোর অভিবাসন নীতি এবং আর্থিক পুনর্গঠনের ওপরে গুরুত্ব দিচ্ছে।