মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 22, 2025 7:48 AM

printer

বেটি বাঁচাও – বেটি পঢ়াও কর্মসূচীর দশম বার্ষিকী আজ উদযাপিত হচ্ছে।

বেটি বাঁচাও – বেটি পঢ়াও কর্মসূচীর দশম বার্ষিকী আজ উদযাপিত হচ্ছে। শিশু কন্যাদের রক্ষা করা, তারা যাতে পড়াশোনা করতে পারে তা নিশ্চিত করা এবং তাদের ক্ষমতায়নের জন্য গত এক দশক ধরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৮-ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পর্যন্ত বেটি বাঁচাও – বেটি পঢ়াও কর্মসূচীর দশক পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞানভবনের অনুষ্ঠানে আজ সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, দিল্লি পুলিশ, অঙ্গনওয়াড়ি কর্মী এবং ছাত্রীরা অংশ নেবেন। জেলা ও রাজস্তরেও এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। শিশু কন্যাদের বিষয়ে কোন কোন ক্ষেত্রে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে তাদের অধিকার এবং বিভিন্ন সুযোগ নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।২০১৪ – ১৫ সময়কালে জাতীয় লিঙ্গ অনুপাত ছিল প্রতি হাজার জন পুরুষের বিপরীতে ৯১৮ জন মহিলা। গত এক দশকে এই পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমানে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৩০। মাধ্যমিক স্তরে ছাত্রী বৃদ্ধির হার ৭৮ শতাংশে পৌঁছেছে। কন্যা শিক্ষা প্রবেশ উৎসবের মাধ্যমে এক লক্ষের বেশি ছাত্রী ভবিষ্যৎ সুনিশ্চিত হয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন