মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 22, 2025 6:05 PM

printer

বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির দশ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তন ও উন্নয়নমুখী এই উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন। 

বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির দশ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তন ও উন্নয়নমুখী এই উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী বলেন, লিঙ্গ বৈষম্য হ্রাসে সহায়ক ভূমিকা পালনের পাশাপাশি শিশুকন্যাদের শিক্ষার অধিকার এবং তাদের ভবিষ্যৎ গঠনে সঠিক পরিবেশ তৈরিতে এই কর্মসূচির গুরুত্ব অপরিসীম। যেসব জেলায় কন্যা শিশুর অনুপাত কম ছিল সেইসব ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। লিঙ্গ সমতা রক্ষায় সচেতনতা প্রসারে

উল্লেখযোগ্য মাইলফলক অর্জনের জন্য জনগণ এবং বিভিন্ন কমিউনিটি সার্ভিস সংস্থার প্রচেষ্টাকে ধন্যবাদ জানান শ্রী মোদী। তৃণমূল স্তরে এই উদ্যোগকে আরও বেশি মাত্রায় ছড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি অভিনন্দন জানিয়ে মেয়েদের অধিকার রক্ষা এবং তাদের আরও বেশি করে শিক্ষার সুযোগ দিতে সকলের প্রতি আবেদন জানান প্রধানমন্ত্রী।  

 

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন