বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় ইডি আজ প্রাক্তন আরজেডি বিধায়ক গুলাব যাদব এবং প্রবীণ আইএএস আধিকারিক সঞ্জীব হনসের একাধিক ঠিকানায় তল্লাশি চালায়। পাটনা, মধুবনি ছাড়াও নয়াদিল্লি ও পুণের বিভিন্ন এলাকায় সকাল ৬ টা থেকে প্রায় ১০ ঘন্টা ধরে তল্লাশি চলে। তদন্তকারীরা, ডিজিটাল রেকর্ড সহ বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছেন।
উল্লেখ্য, ২০১৫ র বিধানসভা নির্বাচনে ঝাঁঝরপুর কেন্দ্রে জেতেন গুলাব যাদব। তাঁর স্ত্রী বিহার বিধান পরিষদের সদস্য এবং মেয়ে, মধুবনি জেলা পরিষদের চেয়ারপার্সন।
ইডির আধিকারিকরা আজ ঝাঁঝরপুর ও মধুবনীতে গুলাব যাদবের পৈতৃক বাড়ি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালান।
গুলাব ঘনিষ্ঠ সঞ্জীব হনস বিহার স্টেট পাওয়ার হোল্ডিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর। পাটনায় তাঁর অফিস ও বাড়িতেও তল্লাশি চালানো হয়।