বৃহত্তর ঐকমত্যে পৌঁছাতে আরও সময়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়ে বাংলাদেশে জুলাই বিপ্লবের ঘোষণা ১৫ই জানুয়ারি নাও হতে পারে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম একথা জানিয়েছেন। তিনি বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে ‘বৃহত্তর ঐকমত্যে‘ পৌঁছানোর পরই জুলাই বিপ্লবের ঘোষণা করা হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মাহফুজ আলম এই তথ্য জানান। উপদেষ্টা আলম বলেন, বৃহত্তর ঐকমত্যে পৌঁছাতে না পেরে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা করা হলে দেশের বর্তমান ঐক্য ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে।
Site Admin | January 10, 2025 4:06 PM