বীরভূমের দেওচা – পাচামি যাওয়ার সময় সদস্যদের ভয় দেখানোর ঘটনায় গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি APDR – জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হবেন। আজ কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কমিটির সম্পাদক রাংতা মুন্সী অভিযোগ করেন গতকাল সকালে সিউরী – তে তাদের তালাবন্দী এরপর দেওচা – পাচামি যাওয়ার সময় সেওড়াকুরিতে ঘিরে রাখে হয়।
ঘটনায় জেলা শাসকের কাছে অভিযোগ জানালে বিষয়টি তদন্তের জন্য পাঠানো হবে বলে আশ্বাস দেন জেলা শাসক।
উল্লেখ্য, গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি APDR এর ৮ সদস্যদের একটি প্রতিনিধিদল গতকাল বীরভূমের দেওচা – পাচামি খনি এলাকায় গ্রামবাসীদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাদের আটকানো হয় বলে অভিযোগ করেন তারা।