ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ পর্ষদ – বি সি সি আই, ২০২৫-এর আই সি সি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় টীম ইন্ডিয়ার জন্য ৫৮ কোটি টাকা নগদ পুরষ্কার ঘোষণা করেছে। বি সি সি আই জানিয়েছে, দলের খোলোয়াড়, প্রশিক্ষণ ও সাপোর্ট স্টাফ এবং নির্বাচন কমিটির সদস্যদের এই পুরষ্কার দেওয়া হবে। মার্চের ৯ তারিখে দুবাইয়ে প্রতিযোগিতার ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এই ট্রফি জিতেছে। বি সি সি আই-এর পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট দলের এই সাফল্যের জন্য তাঁদের প্রশংসা করা হয়েছে।
Site Admin | March 20, 2025 1:15 PM
বি সি সি আই, ২০২৫-এর আই সি সি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় টীম ইন্ডিয়ার জন্য ৫৮ কোটি টাকা নগদ পুরষ্কার ঘোষণা করেছে
