বিহার সফরের শেষ পর্যায়ে, প্রবীণ বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ পাটনায় এনডিএ-র পাঁচ শরিক দলের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন। গোপালগঞ্জে একটি জনসভায় ভাষণ দেওয়ার পর, শ্রী শাহ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিহার বিধানসভা নির্বাচনের কৌশল সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
সেই নির্বাচনে NDA ২২৫টি আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করায় বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২৪৩টি বিধানসভা কেন্দ্র জুড়ে যৌথ কর্মী সম্মেলনের কৌশল নির্ধারণ করা হচ্ছে। শ্রী শাহ গতকাল পাটনায় বিজেপির রাজ্য সদর দপ্তরে দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।