মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 22, 2024 10:25 AM

printer

বিহারে বন্যাপরিস্থিতি জটিল আকার নিয়েছে, রেললাইন ডুবে যাওয়ায় জামালপুর-ভাগলপুর রেল সেকশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়াহয়েছে

বিহারে বন্যাপরিস্থিতি জটিল আকার নিয়েছে। গঙ্গা ও অন্যান্য নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় পাটনা, বৈশালী ও বেগুসরাই সহ ১২টি জেলাবন্যার কবলে পড়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ১০ লাখ মানুষ। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গতকালপাটনা ও বৈশালী জেলার বন্যা বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করেন। তিনি বন্যার্তদের ত্রাণসহসম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। সুলতানগঞ্জ ও রতনপুর স্টেশনেরমাঝে রেললাইন ডুবে যাওয়ায় জামালপুর-ভাগলপুর রেল সেকশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়াহয়েছে। ঐ অঞ্চলে রেল সেতুর গার্ডার ছুঁয়ে যাচ্ছে গঙ্গার জল। রাজ্যে গত এক সপ্তাহধরে গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে। বাতিল করা হয়েছে ভাগলপুর-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেসও পাটনা-দুমকা এক্সপ্রেস-সহ চারটি ট্রেন । পূর্ব মধ্য রেলের সিপিআরও সরস্বতী চন্দ্রজানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থাহিসাবে ১২টিরও বেশি ট্রেনকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন