বিহারে গঙ্গা সহ বিভিন্ন নদীর জল আচমকা বেড়ে যাওয়ায় প্রায় ১৩ লক্ষ মানুষ বন্যার কবলে। পাটনা বেগুসরাই, বৈশালী, খাগারিয়া, সারান, মুঙ্গের এবং ভাগলপুর সহ বারোটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গঙ্গার অববাহিকা অঞ্চলে প্রবল বৃষ্টির জেরে বিহার ও তার আশপাশের রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
অনেক জায়গায় রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত। জামালপুর – ভাগলপুর শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামীকাল ২৩টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। ঘুরিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ। মালদা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।