বিহারের নালন্দা, জেহানাবাদ, মজফ্ফরপুর সহ পাঁচটি জেলায় আজ প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতে কমপক্ষে ২৮ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে নালন্দা জেলায় সর্বাধিক ১৮ জনের মৃত্যু হয়েছে। বিহার শরিফে একটি মন্দিরের দেওয়াল ধসে পড়লে ৯ জন মারা যান এবং পাঁচজন আহত হন। এছাড়াও ওই জেলার অন্যান্য কয়েকটি ব্লক থেকেও হতাহতের খবর এসেছে।
আজ সন্ধ্যায় আচমকা রাজ্যের বিভিন্ন জেলাজুড়ে প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। আমাদের পাটনা সংবাদদাতা জানাচ্ছেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল বর্ষণ ও বজ্রপাতে এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়ের জন্য এককালীন চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছেন।
এদিকে, আবহাওয়া দফতর আগামী ৪৮ ঘণ্টায় বিহারের বিভিন্ন জেলায় আরও ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাষ দিয়েছে।