দেশ জুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব যকৃত দিবস। যকৃতের অসুখ এড়াতে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস নিয়ে জন সচেনতা গড়ে তুলতে যকৃত দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা দেশবাশীকে ভোজ্য তেলের ব্যবহার অন্ততপক্ষে ১০ শতাংশ কমানোর আহ্বান জানিয়েছেন। সমাজমাধ্যমে করা একটি পোস্টে তিনি বলেছেন, খাদ্যাভ্যাসের সামান্য পরিবর্তনে খাদ্যও ওষুধ এর কাজ করতে পারে। শ্রী নাড্ডার পোস্টের প্রতিক্রিয়ায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগকে বিশ্ব লিভার দিবস উদযাপনের একটি প্রশংসনীয় প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন, যেখানে সচেতন খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপনের উপর জোর দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন, তেলের ব্যবহার কমানোর মতো সহজ পদক্ষেপগুলি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। প্রধানমন্ত্রী স্থূলতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে সুস্থ ভারত গঠনে সকলকে যোগদানের আহ্বান জানিয়েছেন।
নতুন দিল্লির ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড বাইলিয়ারি সায়েন্সে যকৃত সংক্রান্ত একটি সচেতনমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO) যকৃতের রোগকে ভারতে মৃত্যুর দশম সাধারণ কারণ হিসেবে বিবেচিত করেছে। হেপাটাইটিস বি, সি ও হেপ্টাসেলুলার কার্সিনোমার মতো রোগের পিছনে রয়েছে মানুষের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই দায়ী বলে জানিয়েছে হু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO যকৃতের রোগকে ভারতে মৃত্যুর দশম সাধারণ কারণ হিসেবে বিবেচিত করেছে। হেপাটাইটিস বি, সি ও হেপ্টাসেলুলার কার্সিনোমার মতো রোগের পিছনে রয়েছে মানুষের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই দায়ী বলে জানিয়েছে হু।