বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু এর মহা নির্দেশক টেড্রোস অঢানাম ঘেব্রেইসুস জানিয়েছেন,ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের হাতে গ্রেপ্তার হওয়া রাষ্ট্রসঙ্ঘের ১৩ জন সদস্যের মুক্তির ব্যাপারে আলোচনা শেষ হয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় ঘেব্রেইসুস বলেন, হু এর পক্ষ থেকে তাঁদের দ্রুত মুক্তির জন্য সর্বদা চেষ্টা চালানো হয়েছে। গত জুনে রাষ্ট্রসঙ্ঘ, এই সদস্যদের গ্রেপ্তারের ঘটনাটি প্রকাশ্যে আনে।