বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু জানিয়েছে, তারা মাঙ্কিপক্স রোগের প্রথম ডায়াগনস্টিক পরীক্ষা অনুমোদন করেছে। এর ফলে দ্রুত রোগ নির্নয় সম্ভব হবে। বিভিন্ন দেশ, যেখানে চটজলদি এবং নির্ভুল রোগ পরীক্ষার প্রয়োজন সেখানে ক্রমবর্ধমান সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত সহায়ক হবে।
এখনো পর্যন্ত আফ্রিকায় ৮শো জনের মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। আফ্রিকীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র অনুযায়ী, ১৬ টি দেশে আক্রান্তের সন্ধান মিলেছে। সবথেকে বেশী প্রভাব পড়েছে কঙ্গোতে।
উল্লেখ্য, মাঙ্কিপক্স, আক্রান্ত পশু থেকে মানব দেহে সংক্রমিত হয়। জ্বর, শরীরে যন্ত্রনা এবং বড় বড় ফোস্কা বেরোনো এর লক্ষন।