বিশ্ব স্বাস্থ্য সংগঠন ডব্লিউ এইচ ও এমপক্স সংক্রমণকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের ক্ষেত্রে আপৎকালীন অবস্থা ঘোষণা করার একদিন পর সুইডেন প্রথম এমপক্স আক্রান্তের কথা জানিয়েছে। এর ফলে আফ্রিকা মহাদেশের বাইরে অতি সংক্রামক এমপক্স ভাইরাস সংক্রমণের প্রথম দেশ হল সুইডেন। আক্রান্ত রোগী, আফ্রিকা অঞ্চলে গিয়ে সংক্রমিত হন বলে মনে করা হচ্ছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় এই রোগের প্রকোপ দেখা দেবার পর দু বছরের মধ্যে দ্বিতীয় বার এম বক্সে জনসাস্থ্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করল ডব্লিউ এইচ ও। অন্যান্য দেশেও তা ছড়িয়েছে।
Site Admin | August 16, 2024 11:05 AM