মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 6, 2025 9:32 AM

printer

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ দ্বিতীয় দিন। প্রথম দিনেই একাধিক নতুন বিনিয়োগের প্রস্তাব পেয়েছে রাজ্য সরকার

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ দ্বিতীয় দিন। প্রথম দিনেই একাধিক নতুন বিনিয়োগের প্রস্তাব পেয়েছে রাজ্য সরকার।

রিলায়েন্স গোষ্ঠীর প্রধান, বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি রাজ্য সরকারের শিল্প বান্ধব ভাবমূর্তির প্রশংসা করে চলতি দশকের শেষে আরো ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। জিন্দাল গোষ্ঠীর প্রধান সজ্জন জিন্দাল, ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগে রাজ্যে নতুন শিল্প পার্ক তৈরীর কথা ঘোষণা করেন। অম্বুজা-নেওটিয়া গোষ্ঠীর প্রধান হর্ষ নেওটিয়াও একাধিক প্রকল্পে বিনিয়োগের কথা জানিয়েছেন। এছাড়াও, RPSG, JSW, ITC, সহ একাধিক শিল্পগোশঠী বিভিন্ন ক্ষেত্রে লগ্নীর ঘোষণা করেছে।

শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গতকাল দু’দিন ব্যাপী অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, আগের সাতটি সম্মেলন থেকে মোট ১৯ লক্ষ ৫১ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল। এর মধ্যে ১২ লক্ষ কোটি টাকার প্রস্তাব ইতিমধ্যেই রূপায়িত হয়েছে। শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে যাবতীয় সমস্যার চটজলদি সমাধানের লক্ষ্যে মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্যস্তরে শিল্প বিষয়ক সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটি, দমকল, পরিবেশ সহ সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে।

পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আজ তিনি ৫টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। কলকাতা ও ইউরোপের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার ব্যাপারে টাটা সন্সের কর্ণধারের সঙ্গে তাঁর কথা হয়েছে।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন