আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ব্যক্তিবিশেষ, সম্প্রদায় এবং সমাজের জন্য সাক্ষরতার গুরুত্ব সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর আটই সেপ্টেম্বর এই দিনটিকে পালন করা হয়। এ বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল ভাবনা ‘বহুভাষিক শিক্ষার প্রসার: পারস্পরিক বোঝাপড়া ও শান্তির জন্য সাক্ষরতা’। কেন্দ্রীয় স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রাক্কালে গতকাল “স্পেকট্রাম অফ লিটারেসি” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে। বর্তমান সময়কালে সাক্ষরতার বিভিন্ন দিক খুঁজে বের করার জন্য একটি মঞ্চ গড়ে তোলাই এই সম্মেলনের মূল লক্ষ্য , যেখানে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মতবিনিময় করেছেন।
Site Admin | September 8, 2024 11:55 AM