আজ বিশ্ব জল দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পালিত হবে দিনটি। মানুষের জীবন রক্ষায়, কৃষিজ উৎপাদনে ও দৈনন্দিন জীবনে, সভ্যতার বিকাশে জল অপরিহার্য। সেই নিরিখে জল সংরক্ষণ এর কথা তুলে ধরা হবে বিশ্ব জল দিবসে। উল্লেখ্য, রাষ্ট্র সংঘ ১৯৯৩ সালের ২২শে মার্চ’কে জল দিবস ঘোষণা করে।
এই উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।