বিশ্বব্যাংক-নিযুক্ত নিরপেক্ষ বিশেষজ্ঞ ঘোষণা করেছেন, সিন্ধুনদের জল চুক্তির আওতায় জম্মু ও কাশ্মীরে দুটি জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মতপার্থক্যের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে তারা সক্ষম। নিরপেক্ষ বিশেষজ্ঞ দুটি জলবিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্পের সম্পর্কে পাকিস্তানের উদ্বেগ বিবেচনা করার জন্য একটি সালিশি আদালত গঠনের আবেদন প্রত্যাখ্যান করেছেন। ভারত কিষেণগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পাকিস্তানের উদ্বেগ বিবেচনা করার জন্য একটি নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের জন্য বলেছিল। ওই বিশেষজ্ঞ জানিয়েছেন, সব দিক বিচার-বিবেচনা করে দু-দেশের মতপার্থক্য মেটানোর বিষয়ে তার ক্ষমতা সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছেন।
বিদেশ মন্ত্রক বলেছে ভারত মনে করে, সিন্ধুনদের জল চুক্তির অধীনে কিষেণগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্পর যে কোন বিবাদ নিষ্পত্তি করা শুধুমাত্র নিরপেক্ষ বিশেষজ্ঞেরই ক্ষমতা রয়েছে। এখন নিরপেক্ষ বিশেষজ্ঞের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রকলপগুলির বিষয়ে যে সাতটি প্রশ্ন ভারত রেখেছে সেগুলি যথাযথ।
২০২২ সালে, বিশ্বব্যাংক ১৯৬০ সালের সিন্ধুনদ জল চুক্তি নিয়ে দু দেশের মধ্যে বিরোধ এবং মতপার্থক্যের পরিপ্রেক্ষিতে, কিষেণগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্পর বিষয়ে একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ এবং কোর্ট অফ আরবিট্রেশনের জন্য চেয়ারম্যান নিযুক্ত করে।