বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শুরু করে পাঁচ বছরের জন্য রাজস্থানের তিনটি বিশ্ববিদ্যালয়ে পি এইচ ডি র জন্য পড়ুয়াদের নাম নথিভুক্তকরণ নিষিদ্ধ করেছে। এই বিশ্ববিদ্যালয় গুলি হল, OPJS University, সানরাইজ ইউনিভার্সিটি এবং সিংহানিয়া ইউনিভার্সিটি।
স্ট্যান্ডিং কমিটির পর্যবেক্ষণে এই বিশ্ববিদ্যালয় গুলির ইউজিসির পিএইচডি সংক্রান্ত নিয়ম-কানুন না মানা এবং পিএইচডি র ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত নিয়ম নীতি লঙ্ঘন করার বিষয়টি উঠে আসায় এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ইউজিসি -পি এইচ ডি র নিয়ম কানুন কেন তারা মানতে ব্যর্থ , সেবিষয়ে ব্যাখ্যার জন্য বিশ্ববিদ্যালয় গুলির উদ্দেশে কমিশনের পক্ষে নোটিশ দেওয়া হলেও তাদের কাছ থেকে সন্তোষজনক উত্তর মেলেনি।