গুরু নানক জয়ন্তী বা গুরুপরব আজ ভারত সহ বিশ্ব জুড়ে ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনায় পালিত হচ্ছে। এটি প্রথম শিখ গুরু, গুরু নানক দেব জির জন্মদিনকে চিহ্নিত করে, যিনি শিখ ধর্মের ভিত্তি স্থাপন করেছিলেন। এই বছর গুরু নানক দেবজির ৫৫৫ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এই দিনে বিশ্বজুড়ে শিখ ভক্তরা প্রার্থনা করেন।
Site Admin | November 15, 2024 7:13 AM