বিশিষ্ট বিজেপি নেতা,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইয়ে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দলের ইস্তাহার ‘ সঙ্কল্প পত্র ‘ প্রকাশ করেছেন। এই উপলক্ষে এক সভায় তিনি বলেন, রাজ্যবাসীর চাহিদার কথা মাথায় রেখে সঙ্কল্পপত্র তৈরি করা হয়েছে।
ইস্তাহারে বিজেপি সেচ প্রকল্পের ওপর বিশেষ জোর দিয়েছে। বৃষ্টির জল ধরে রেখে সেই জল দিয়ে খরাপ্রবণ এলাকায় চাষের সমস্যা দূর করার কথাও সঙ্কল্প পত্রে রয়েছে। বিজেপি বলেছে, তারা মহারাষ্ট্রে আগামী পাঁচ বছরে এক কোটি কাজের সুযোগ তৈরি করবে। সেই সঙ্গে মহিলাদের ক্ষমতায়ন, কম পয়সায় আবাসন নির্মাণ, সৌর বিদ্যুত প্রকল্প নির্মাণের মাধ্যমে কৃষি ও পানীয় জলের সমস্যা দূর করার ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে।
ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পিযু গোয়াল, উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস প্রমুখ।