বিশিষ্ট দক্ষিণ কোরীয় লেখিকা হ্যান কং ২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন। মানবজীবনের কাব্যিক বিশ্লেষণের তাঁর অসাধারণ অবদান অত্যন্ত স্মরণীয়। কাব্যিক ঢঙ্গে তাঁর রচনা শৈলী ইতিহাসকেও টেনে এনেছে। হ্যান কং ১৯৯৩ সালে লিটারেচার অ্যান্ড সোসাইটি পত্রিকায় কবিতা প্রকাশিত করে সকলের নজরে আসেন। এছাড়াও, তাঁর ছোটগল্প এবং গদ্যশৈলী এক অনবদ্য নজির গড়েছেন।
উল্লেখ্য, হ্যান কং-ই হলেন প্রথম দক্ষিণ কোরীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন।