বিশিষ্ট ওড়িয়া অভিনেতা উত্তম মহান্তি প্রয়াত। গতরাতে গুরুগ্রামের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৬ বছর। লিভার সিরোসিসে আক্রান্ত এই অভিনেতা চলতি মাসের ৮ তারিখ থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উত্তম মহান্তির প্রয়াণে ওড়িয়া সিনেমায় এক যুগের অবসান হলো। ১৩০-টিরও বেশি ওড়িয়া ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন্ত্র মুগ্ধ করে। তাঁর সহজাত অভিনয় শৈলী বিশেষ জনপ্রিয় করে তুলেছিল শ্রী মহান্তিকে। ৩০-টি বাংলা চলচ্চিত্র এবং হিন্দি ছবি নয়া জহরেও তিনি অভিনয় করেছেন।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওঁড়াও, ধর্মেন্দ্র প্রধান সহ বহু বিশিষ্ট ব্যক্তি শোক প্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে।