মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 18, 2024 1:33 PM

printer

বিশিষ্ট অভিনেতা, কণ্ঠশিল্পী দেবরাজ রায়-এর আজই শেষকৃত্য সম্পন্ন হবে। গ

বিশিষ্ট অভিনেতা, কণ্ঠশিল্পী দেবরাজ রায়-এর আজই শেষকৃত্য সম্পন্ন হবে। গতরাতে তিনি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৯ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।
আগেই জানানো হয়েছে, মঞ্চ, বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন সর্বত্রই অভিনয় ক্ষেত্রে ছিল দেবরাজ রায়ের অবাধ বিচরণ। কলকাতা বেতারের তিনি ছিলেন নিয়মিত নাট্য শিল্পী। কলকাতা দূরদর্শনে দীর্ঘদিন সংবাদ পাঠ’ও করেছেন তিনি।
বাবা তরুণ রায়ের হাত ধরেই তাঁর নাট্যচর্চার শুরু। বাড়িতেই ছিল নাট্যগোষ্ঠী। সেখানেই চলতো রিহার্সাল। ভবানীপুরের পারিবারিক নাট্যমঞ্চে নিয়মিত নাট্যচর্চা ও কর্মশালার মাধ্যমে তৎকালীন বহু তরুণ শিল্পী উপকৃত হয়েছেন। ১৯৭০ সালে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে দেবরাজ রায়ের চলচ্চিত্রে আত্মপ্রকাশ। ‘টুনু’র ভূমিকায় তাঁর অভিনয় সবার দৃষ্টি আকর্ষণ করে।
অমায়িক ব্যবহারের জন্য তিনি সবার অত্যন্ত প্রিয়জন হয়ে উঠেছিলেন। মৃণাল সেনের ‘কলকাতা-৭১’-এ তাঁর অভিনয় প্রতিভার বিশেষ পরিচয় পাওয়া যায়। এছাড়া অগ্রগণ্য পরিচালকদের মধ্যে তিনি তরুণ মজুমদারের ছবিতেও কাজ করেছেন।
কলকাতা দূরদর্শনের অসংখ্য টেলিফিল্ম ও ধারাবাহিকে তাঁর অভিনয় তাঁকে আলাদা করে চিহ্নিত করেছিল। কলকাতা বেতারের আয়োজনে জেলায় জেলায় নাট্য উৎসবে তাঁর অংশগ্রহণ স্থানীয় দর্শকদের কাছে ছিল বিশেষ আকর্ষণ। তাঁর মৃত্যুতে বাংলা সাংস্কৃতিক মহলে শোকের ছায়া।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেবরাজ রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমের বার্তায় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

#Akashvani #Airnewsalerts All India Radio News

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন