হিন্দুদের নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যকে কেন্দ্র করে আজ লোকসভায় তুমুল হই হট্টগোল হয়। রাহুল বলেন, এদেশের মহাপুরুষরা সবসময়ই অহিংসার কথা বলেছেন। অথচ সর্বক্ষণ হিংসা, ঘৃণা এবং অসত্যের ধ্বজাধারীরা নিজেদের হিন্দু বলে দাবি করেন। কিন্তু তারা হিন্দু নন।
রাহুলের এই বক্তব্যে আপত্তি জানিয়ে লোকসভার নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সমগ্র হিন্দু সমাজকে হিংস্র বলা খুবই গুরুতর বিষয়।
পাল্টা জবাবে রাহুল বলেন, হিন্দু সমাজ বলতে শুধু নরেন্দ্র মোদী, বিজেপি এবং আরএসএস বোঝায় না।
হই হট্টগোলের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাহুলকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বলেন, কোনো ধর্মের সঙ্গেই হিংসাকে এক করে দেখা ঠিক নয়।
এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের জন্য ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব নিয়ে সভায় আলোচনা শুরু হয়। বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর গত ১০ বছরে বিভিন্ন ক্ষেত্রে সরকারের উদ্যোগের প্রশংসা করে বলেন, জনকল্যাণে এবং দেশের অর্থনীতির বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনেক পদক্ষেপ করেছে সরকার।