বিরোধীরা মানুষের রায়কে অপমান করেছে বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। নতুন দিল্লীতে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষ বাজেটের ওপর গঠনমূলক আলোচনা চায়। কিন্তু কিছু রাজনৈতিক দলের নেতার আচরণ ও মন্তব্য সংসদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উক্তিকে তুলে ধরে রিজিজু বলেন, নির্বাচন এখন শেষ, বর্তমানে বিকশিত ভারত গঠন সকলের লক্ষ্য হওয়া উচিত। বাজেট নিয়ে অর্থপূর্ণ আলোচনায় শামিল হওয়ার জন্য রাজনৈতিক দলগুলির সভার নেতাদের উদ্দেশে আবেদন জানান তিনি। ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার সংস্থান রয়েছে এই বাজেটে। বাজেটে, কৃষক, আদিবাসীদের জন্য যে বিষয়গুলি রাখা হয়েছে সেই সম্পর্কে বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছে, বলে তিনি অভিযোগ করেন।
Site Admin | July 25, 2024 4:16 PM