বিভিন্ন সরকারি প্রকল্পে যাতে সময় মত ঋণ পাওয়া যায় সেজন্য বিশেষ উদ্যোগী নিয়েছে রাজ্য সরকার। কিষান ক্রেডিট, ভবিষ্যৎ ক্রেডিট, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে ব্যাংক থেকে ঋন পাওয়া যায়। অনেক ক্ষেত্রে যথাসময়ে ঋণ পাওয়া যায় না।তাই সরকারি প্রকল্পের উদ্দেশ্য ব্যর্থ হয় । ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে গতকাল এই নিয়ে বৈঠক বসে মুখ্য সচিব মনোজ পন্থ ।
নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্য সচিব ব্যাংকগুলিকে জানিয়ে দিয়েছেন চলতি অর্থ বর্ষে যে সমস্ত আবেদনপত্র পড়ে রয়েছে সেগুলি খতিয়ে দেখে ১৫ মার্চের মধ্যে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে দ্রুততার সঙ্গে আবেদন পত্র যাচাই করে ঋণ দেবার ব্যবস্থা করতে হবে। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক সময় ঋণ না পাওয়ায় অনেকেই উচ্চশিক্ষা লাভের স্বপ্ন পূরণ হচ্ছে না। অনেক ক্ষেত্রে বেশি সুদ দিয়ে এডুকেশন লোন নিতে হচ্ছে। এই সমস্যা, সমাধানের জন্য ব্যাংক কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন মুখ্য সচিব।
তিনি ব্যাংকগুলিকে জানিয়েছেন যদি কোন আবেদনপত্রে সমস্যা থাকে তবে সেই সমস্যা সমাধানেও সরকার অগ্রণী ভূমিকা নেবে। আগামী ১৫ মার্চের মধ্যে কৃষি ক্ষেত্রে ঋণ দেবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লক্ষ কোটি টাকা।