মণিপুরের চুড়াচাঁদপুর জেলার তুইবং ও লামকা –এই ২ টি ব্লকে আজ সম্পূর্ণতা অভিযানের সূচনা হয়েছে । এর অঙ্গ হিসেবে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য ক্ষেত্রের নানা দিকের অগ্রগতি সংক্রান্ত খতিয়ান বা রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়। এর মধ্যে ছিল ICDS বা অঙ্গনওয়ারীর আওতায় অন্ত্বসত্তা মহিলাদের জন্যে পরিপূরক পুষ্টি , কৃষি ও শিক্ষা ক্ষেত্র এবং সামাজিক কল্যান দপ্তরের আওতায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর কাজ। এই উপলক্ষে একটি অঙ্কন প্রতিযোগিতা এবং সম্পূর্ণতা অভিযান মার্চের ও আয়োজন করা হয়।
এদিকে উচ্চাকাঙ্ক্ষী জেলা ও ব্লকগুলির উন্নয়নকে গতি দিতে কেরালা্র পালাক্কাড জেলার কোল্লেনগোড়ে এবং ইদ্দদুকির দেবীকুলাম ব্লকে সম্পূর্ণতা অভিযানের সূচনা হয়েছে। সরকারী নানা দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির, মাটি পরীক্ষা সহ বিভিন্ন ক্যাম্প খোলা হয়েছে। আগামীকাল আগালি ব্লকে এই অভিযান শুরু হবে।
অন্যদিকে, তেলেঙ্গানার দুটি জেলাতেও এই কর্মসূচী চালু হয়েছে। স্বাস্থ্য , শিক্ষা এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা স্টলে সরকারী নানা উদ্যোগ সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করছেন।
উল্লেখ্য, নীতি আয়োগ গতকাল সারা দেশে সম্পূর্ণতা অভিযানের সূচনা করছে। তিনমাসব্যাপী এই অভিযান চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচির আওতায় ১১২টি জেলা এবং ৫০০ টি ব্লকে এই অভিযান চলবে। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা এবং পরিকাঠামোর উন্নয়নই এর মূল লক্ষ্য।