বিভিন্ন প্রতিবন্ধকতার মোকাবিলা করেই ভারত অর্থনৈতিক বৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্তব্য করেছেন। নতুন দিল্লীতে, সাংবাদিক সম্মেলনে, তিনি জানান, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল আজ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। উন্নত দেশগুলো সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। আগামী দিনে, প্রযুক্তি এবং বাণিজ্য নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভারতকে এর অংশীদার হতে হবে বলে শ্রীমতী সীতারামন জানান। তিনি বলেন, উন্নত দেশগুলোরও প্রযুক্তি এবং প্রতিভার প্রয়োজন আছে। ভারতের উচিত, তার কৌশলগত প্রয়োজনগুলিকে সামনে রাখা। মধ্যবিত্ত শ্রেণী, উদ্যোগপতি ও গরীব মানুষদের চাহিদা মেটাতে বিভিন্ন সমস্যার নিষ্পত্তির জন্য কাজ করতে হবে বলে জানান অর্থমন্ত্রী।
Site Admin | February 27, 2025 9:50 PM
বিভিন্ন প্রতিবন্ধকতার মোকাবিলা করেই ভারত অর্থনৈতিক বৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্তব্য করেছেন।
