বিপুল উৎসাহ উন্মাদনার সঙ্গে প্যারিসে প্যারালিম্পিক গেমস ২০২৪ এর সূচনা হয়েছে। রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো একটি জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্যারালিম্পিক গেমসের সূচনার ঘোষণা করেন। ১৬৭ টি দেশের মোট ৪ হাজার ৪০০ জন ক্রীড়াবিদ এবারের প্যারাল্যাম্পিক গেমসে অংশ নিচ্ছে। ২০২০-র টোকিও প্যারালিম্পিকে জ্যাভলিন থ্রো বিভাগে স্বর্ণপদকজয়ী সুমিত আনটিল এবং টেবিল টেনিস বিশ্ব রেকর্ড কারি ভাগ্যশ্রী যাদব ভারতীয় দলের নেতৃত্ব দেন।
এবারের প্যারাল্যাম্পিক গেমসে মোট ৮৪ জন ভারতীয় প্যারা অ্যাথলিট অংশ নিচ্ছেন। প্যারালিম্পিকের ইতিহাসে এটাই ভারতের সর্ববৃহৎ দল। ভারতীয়রা মোট ২২ টি ক্রীড়া বিভাগের মধ্যে ১২ টিতে অংশ নেবেন। ব্যাডমিন্টনে কৃষ্ণা নাগর তার খেতাব ধরে রাখার লক্ষ্যে কোর্টে নামবেন। অন্যদিকে শুটিংয়ে অবনী লেখারা এবং মনীষ নারওয়াল পদক জয় এর লক্ষ্যে নামবেন। তীরন্দাজি, সাইক্লিং, তাইকোন্ডো, সাঁতার এবং টেবিল টেনিসে আজ ভারতীয়দের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। অ্যাথলেটিকস শুরু হচ্ছে আগামীকাল। ৩৮ জন ভারতীয় অ্যাটলিট এতে অংশ নেবেন। সবার নজর থাকবে জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল এবং টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা প্যাটেলের দিকে। এবারের প্যারিস প্যারালিম্পিক গেমস চলবে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ১৪০ কোটি দেশবাসীর শুভেচ্ছা ভারতীয় দলের সঙ্গে রয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদি বলেন, ক্রীড়াবিদদের সাহস এবং মনোবল, সমগ্র দেশকে অনুপ্রেরণা জোগায়।