মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 15, 2025 2:58 PM

printer

বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দের আবাহনে মেতেছে গোটা বাংলা

আজ পয়লা বৈশাখ। বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দের আবাহনে মেতেছে গোটা বাংলা। প্রথা মেনে কলকাতা সহ রাজ্যের নানা জায়গায় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিভিন্ন দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে আজ হালখাতার জন্য লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। দক্ষিনেশ্বরে ভবতারিণী, কালীঘাট সহ রাজ্যের অন্যান্য প্রসিদ্ধ মন্দিরগুলিতে সকাল থেকেই ভক্তদের ভিড়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি নতুন বছরে সকলের সাফল্য, সুস্বাস্থ্য, সমৃদ্ধি কামনা করেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলা নববর্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ থাকার আহ্বান জানান। রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি আরও বিকশিত হওয়ার প্রার্থনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, পশ্চিমবঙ্গ সরকার আজকের দিনটি বাংলা দিবস হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে। এজন্য কলকাতা সহ জেলাস্তরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদের পক্ষ থেকেও আয়োজন করা হয়েছে বিশেষ শোভাযাত্রার।

পশ্চিমবঙ্গের পাশাপাশি, অসমেও আজ নববর্ষের উৎসব বোহাগ বিহু পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন