ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুলভাবে জয়লাভের জন্য লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মারকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী, স্টার্মারের আমলে ভারত-ব্রিটেন সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব সবক্ষেত্রেই আরো ইতিবাচক ও গঠনমূলক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। ভারত-ব্রিটেন সম্পর্ককে আরো মজবুত করে তোলার ক্ষেত্রে ঋষি সুনকের প্রশংশনীয় নেতৃত্বের জন্য শ্রী মোদী তাঁকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ব্রিটেনের সাধারণ নির্বাচনে ১৪ বছর পর লেবার পার্টি ৪১২ টি আসন জিতে ক্ষমতায় এসেছে। নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন কিয়ের স্টার্মার।