মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 26, 2024 9:27 PM

printer

বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে আজ কলকাতার ভিক্টোরিয়া হাউজে CESC-র অফিসে ঘেরাও কর্মসূচী পালন করা হয়।

বিজেপি, বিদ্যুতের অতিরিক্ত বিল কমানোর দাবীতে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে আজ কলকাতার ভিক্টোরিয়া হাউজে CESC-র অফিসে ঘেরাও কর্মসূচী পালন করা হয়। এতে অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ১৫’ই আগস্টের মধ্যে বিদ্যুতের বাড়তি বিল প্রত্যাহার করা না হলে তাঁরা আন্দোলনের পথে নামবেন। আদালতের অনুমতি নিয়ে লাগাতার পাঁচ দিন আন্দোলন চালানো হবে বলেও শুভেন্দু অধিকারী জানান। তিনি অভিযোগ করেন, বিদ্যুতের বিল বাড়ানোর বিষয়টি মুখ্যমন্ত্রী জানেন না বলে দাবী করলেও, CESC বিদ্যুৎ দপ্তরের অধীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বিলের অঙ্ক নির্ধারণ করে। শাসক দল নির্বাচনী বন্ডের নামে CESC-র কাছ থেকে যে ৪০০ কোটি টাকা নিয়েছে, কর্তৃপক্ষ বিল বৃদ্ধি করে গ্রাহকদের কাছ থেকে সেই অর্থই আদায় করছে বলে তাঁর আরো দাবী। বিদ্যুৎ ব্যবসায় একচেটিয়া প্রভাবমুক্ত করতে আগামী দিনে যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু।
এর আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মুরলীধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউজ পর্যন্ত এক মিছিলে যোগ দেন রাহুল সিন্‌হা, তাপস রায়, তমোঘ্ন ঘোষ সহ প্রায় এক হাজার নেতা-কর্মী।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন