বিদেশ সচিব বিক্রম মিস্রী এবং আফগানিস্থানের কার্যনির্বাহী বিদেশ মন্ত্রী মাওলাবি আমির খান মুত্তাকি-র সঙ্গে দুবাই-এ আজ আঞ্চলিক নানা বিশয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে কথা বলেন।
এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে বিদেশ সচিব আফগান নাগরিকদের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক
এবং মানুষে মানুষে জন সংযোগের সম্পর্কের কথা উল্লেখ করেছেন। সেখানে উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে ভারত তৎপরতার সঙ্গে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলে তিনি উল্লেখ
করেন। সেদেশে ভারতের মানবিক সহায়তার কর্মসূচী, দুই নেতা পর্যালোচনা করেছেন। আফগান মন্ত্রী, ভারতের এই সাহায্যের জন্য ধন্যবাদ জানান। মানবিক সহায়তা কর্মসূচীর সঙ্গেই সেদেশের প্রয়োজনীয়তায় অদূর ভবিষ্যতে ভারত আফগানিস্থানে উন্নয়নমূলক প্রকল্প গড়ে তোলার কাজে যুক্ত হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আফগান নাগরিকদের প্রয়োজনে ভারত এখনো পর্যন্ত কয়েক দফায় ৫০ হাজার মেট্রিক টন গম, ৩০০ টন ওষুধ, ২৭ টন ভূমিকম্প ত্রাণ সাহায্য, ৪০ হাজার লিটার কীটনাশক, ১০ কোটি পোলিও ডোজ, ১৫ লক্ষ কোভিড ভ্যাকসিন সহ বহু জিনিস পাঠিয়েছে।
আগামীদিনেও সেদেশকে সাহায্য করতে এবং বাণিজ্যিক কর্মকান্ড বাড়িয়ে তুলতে চাবাহার বন্দর ব্যবহার করার বিষয়ে দুপক্ষই সহমত হয়েছে।
Site Admin | January 8, 2025 10:04 PM