মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 10, 2024 7:15 PM

printer

বিদেশ সচিব বিক্রম মিশ্রি আগামীকাল দুদিনের সরকারি সফরে নেপাল যাচ্ছেন।

বিদেশ সচিব বিক্রম মিশ্রি আগামীকাল দুদিনের সরকারি সফরে নেপাল যাচ্ছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিদেশ সচিবের এই সফরে দু’ দেশের আধিকারিকদের মধ্যে উচ্চ পর্যায়ের মত বিনিময় হবে। একইসঙ্গে ভারতের “প্রতিবেশী প্রথম নীতি” প্রতিফলিত হবে বলে জানানো হয়েছে।আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ও সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে। গত কয়েক বছরে, ভারত সরকারের সহায়তায়, সে দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো নির্মাণ এবং যোগাযোগ প্রকল্প করে উঠেছে। ভারতের বিদেশ সচিবের নেপাল সফরের মধ্যে দিয়ে দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন